পুকুরে ভাসছিল মরা মাছ, ধরতে গিয়ে বীরভূমে জলে ডুবে মৃত্যু তিন শিশুর, ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পুকুরের জলে ভেসে উঠেছিল কিছু মরা মাছ। সেই মাছ তুলতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পুকুরে ডুবে প্রাণ হারাল তিন শিশু। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে আজ, সোমবার, বীরভূম জেলার নলহাটি থানার বারা গ্রামে।
প্রাথমিক সূত্রের খবর, সকালে গ্রামের ওই পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখেছিল কয়েকজন শিশু। কৌতূহলবশত ও মাছ ধরার লোভে তারা জলেতে নেমে পড়ে। কিন্তু পুকুরের গভীরতা ও পিচ্ছিল পাড়ের কারণে ভারসাম্য হারিয়ে তারা জলে তলিয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ছুটে আসেন। তড়িঘড়ি করে পুকুরের জলে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। পরে তিন শিশুকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
দুঃখজনক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত শিশুদের পরিবারে চলছে আহাজারি। এক মুহূর্তে তিনটি পরিবারের স্বপ্নভঙ্গের ঘটনায় পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত বারা গ্রামে পৌঁছান প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে সতর্কতামূলক নির্দেশও জারি করা হয়েছে, যাতে শিশুদের একা জলাশয়ের ধারে যেতে না দেওয়া হয়।
এই মর্মান্তিক ঘটনার পরে পুকুরগুলির সুরক্ষা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে এলাকায়।
