December 17, 2025

নিষিদ্ধ চিনা অ্যাপে হামলার ছক জেহাদিদের! পহেলগাঁও নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

 নিষিদ্ধ চিনা অ্যাপে হামলার ছক জেহাদিদের! পহেলগাঁও নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

সীমান্ত ডিঙিয়ে ভারতে অনুপ্রবেশ, তার পর পাহাড়-জঙ্গল ঘেরা দুর্গম আট কিলোমিটার পথ পেরিয়ে পহেলগাঁও উপত্যকায় ভয়াবহ হামলা চালাল পাক মদতপুষ্ট জঙ্গিরা। পর্যটকদের হত্যা করে ফের পাইনের গভীর জঙ্গলে উধাও হয়ে যায় তারা। এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ। প্রশ্ন উঠছে— কীভাবে ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে এত নিখুঁত ও সুচারু হামলা চালাতে পারল জঙ্গিরা?

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলার জন্য জঙ্গিরা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছিল। আগেই সন্দেহ করা হচ্ছিল, ‘অ্যালপাইন কোয়েস্ট’ (Alpine Quest) নামের একটি অফলাইন ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে তারা নিজেদের পথ নির্ধারণ করেছিল। এই অ্যাপের সাহায্যে নেটওয়ার্ক ছাড়াই নির্জন পাহাড়ি এলাকায় সঠিক পথ চিহ্নিত করা সম্ভব। ফলে সেনার টহলের নজর এড়িয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছতে সুবিধা হয়।

গোয়েন্দা সূত্রের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, হামলার পরিকল্পনা এবং নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে জঙ্গিরা কয়েকটি চিনা মোবাইল অ্যাপ ব্যবহার করেছিল। এই অ্যাপগুলির মাধ্যমে এনক্রিপ্টেড মেসেজিং সুবিধা থাকায় তাদের কথোপকথন ট্র্যাক করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের ধারণা, এই প্রযুক্তিগত সুবিধার কারণেই এখনও পর্যন্ত হামলাকারীদের শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।

পাহাড়ি পথে এত দূর পর্যন্ত অতি গোপনে প্রবেশ করে, পরিকল্পনা মাফিক হামলা চালিয়ে এবং নিরাপদে পালিয়ে যাওয়ার কৌশল দেখিয়ে দিয়েছে, সীমান্তের ওপারে থাকা মদতদাতারা কতটা প্রশিক্ষিত এবং কৌশলী। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ঘটনায় সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি ও প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য সংগ্রহের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে।

দেশজুড়ে এখন বাড়ছে নিরাপত্তা সতর্কতা এবং পহেলগাঁও হামলার প্রকৃত চক্রান্ত উন্মোচনে জোর তৎপরতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *