শহিদ ঝন্টু শেখকে নিয়ে ভোটের অঙ্ক কষছে বিজেপি! ভাইরাল গেরুয়া নেতার অডিও, পালটা দিল তৃণমূল
কাশ্মীরে পাকিস্তানি জঙ্গি হামলায় শহিদ হন নদিয়ার সাহসী জওয়ান ঝন্টু আলি শেখ। শনিবার তাঁর কফিনবন্দি মৃতদেহ নদিয়ার তেহট্টে পৌঁছলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষশ্রদ্ধা জানানো হয়। হাজার হাজার সাধারণ মানুষ দূরদূরান্ত থেকে এসে এই বীরপুত্রকে শেষ বিদায় জানান। সারা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এই আবহের মধ্যেই এক বিতর্কে জড়ালো নদিয়া জেলার বিজেপি। ভাইরাল হয়েছে জেলা বিজেপি নেতা অর্জুন বিশ্বাসের একটি কথোপকথনের অডিও, যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “একটা ভোটও পাওয়া যাবে না।” এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছে এবং বিজেপির বিরুদ্ধে শহিদের সম্মানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছে।
অন্যদিকে, অভিযুক্ত বিজেপি নেতা অর্জুন বিশ্বাস পাল্টা দাবি করেছেন, এই অডিও সম্পূর্ণভাবে সাজানো এবং ভিত্তিহীন। তিনি বলেন, “প্রযুক্তির সাহায্যে কথোপকথন বিকৃত করে আমাকে বদনাম করার চেষ্টা চলছে।”
উল্লেখ্য, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ওয়াকিবহাল মহলের মতে, বঙ্গ বিজেপি রাজ্যে হিন্দুত্ববাদের প্রচার জোরদার করছে। শহিদ ঝন্টু শেখের ঘটনাকেও রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলে জোরালো চর্চা শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়া জেলার রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
