December 18, 2025

নিজের এলাকার বাড়ি ভেঙে কড়া ব্যবস্থা! সন্ত্রাস দমনে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন কুণালের

 নিজের এলাকার বাড়ি ভেঙে কড়া ব্যবস্থা! সন্ত্রাস দমনে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন কুণালের

পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ হামলার পর থেকে কাশ্মীরজুড়ে জারি হয়েছে কড়া সেনা অভিযান। উপত্যকার নানা প্রান্তে জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। নিরাপত্তা বাহিনী অত্যন্ত তৎপরতায় অভিযান চালাচ্ছে, যার অংশ হিসেবে গত পাঁচ দিনে অন্তত ৯ জন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেনা এবং পুলিশ বাহিনী এই পদক্ষেপকে “জঙ্গি দমন নীতির” অংশ হিসেবে তুলে ধরছে, যার উদ্দেশ্য উপত্যকায় জঙ্গি কার্যকলাপের মূলোচ্ছেদ করা।

তবে এই অভিযান নিয়ে বিতর্কও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই প্রসঙ্গে সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি প্রশ্ন তুলেছেন, “সবকটা বাড়ি তো আমাদের দেশের মাটিতে। এতদিন ধরে এগুলো কীভাবে টিকে ছিল? এখন নিজেদের এলাকার বাড়ি ভেঙে আমরা কড়া ব্যবস্থা বলে উল্লাস করছি?”

কুণাল ঘোষের বক্তব্যের মধ্যে দিয়ে সেনা অভিযানের দীর্ঘমেয়াদি কৌশল এবং বাস্তবিক ফলাফল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি ইঙ্গিত করেছেন যে, স্রেফ বাড়ি ভেঙে ফেলা যথেষ্ট নয়; প্রয়োজন আরও সুদূরপ্রসারী এবং স্থায়ী সমাধান। কাশ্মীরের জটিল পরিস্থিতিতে কিভাবে নিরাপত্তা এবং মানবাধিকারের ভারসাম্য রক্ষা করা যায়, সেই প্রশ্নও আরও একবার সামনে আসছে।

কাশ্মীর উপত্যকা আবারও শান্তি ও স্থিতি ফিরে পাবে কি না, তা এখন সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *