পহেলগাঁও হামলায় মৃত বিতানের বাড়িতে NIA, কী কথা হল সোহিনীর সঙ্গে?
ঠিক কী ঘটেছিল পহেলগাঁওয়ের ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরনে? আক্রমণের আগের মুহূর্তে কী বলেছিল জঙ্গিরা? বিস্তারিত জানতে কাশ্মীরে মৃত বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতে এনআইএ-র আধিকারিকরা। কথা বললেন স্ত্রী সোহিনীর সঙ্গে। মৃতের স্ত্রী বিস্তারিত জানিয়েছেন তদন্তকারীদের। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর।
