Srinagar, India 07 – July, 2018 : Lifestyle in Dal lake, local man use shikara boat, In the background are some boathouses. This is the local transportation in the lake of Srinagar. Jammu and Kashmir state, India
‘ভয়ের কিচ্ছু নেই’, জঙ্গি হামলার পাঁচ দিন পর পহেলগাঁওয়ে পর্যটক, শত্রুর মুখে ছাই দিয়ে ছন্দে ফিরছে ভূস্বর্গ
কাশ্মীর — ‘মর্ত্যের স্বর্গ’ নামে খ্যাত এই উপত্যকা, কিছুদিন আগেই পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে চালানো ভয়াবহ হামলার কারণে যেন থমকে গিয়েছিল। ইস্পাতের বুলেট বিদ্ধ হয়ে অনেকেরই কাশ্মীর ভ্রমণের স্বপ্ন ভেঙে খানখান হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছিল, বহু বছরের জন্য হয়তো এই রম্যভূমিতে পর্যটন কার্যক্রম স্তব্ধ হয়ে পড়বে। কিন্তু মানুষের মনোবল, প্রশাসনিক উদ্যোগ, সেনাবাহিনী ও পুলিশের নিরলস নিরাপত্তা ব্যবস্থাপনা এবং পর্যটকদের সাহসের উপর ভর করে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে কাশ্মীরের রূপকথার মতো প্রাকৃতিক সৌন্দর্যের উপত্যকা।
বর্তমানে জম্মু ও কাশ্মীর রাজ্য প্রশাসন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কাশ্মীরে নিরাপত্তা ও পর্যটন পরিকাঠামো আরও মজবুত করেছে। গোটা উপত্যকায় পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্থানীয় জনগণও পর্যটকদের আন্তরিক স্বাগত জানাচ্ছে। এরই ফলশ্রুতিতে, রবিবার আবারও অভিশপ্ত পহেলগাঁওয়ের মাটিতে পা রাখলেন বহু পর্যটক। তারা উপভোগ করলেন তুষারে মোড়া পাহাড়, ঝরনা, নদী আর চিরসবুজ প্রাকৃতিক শোভা। ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতিতে পহেলগাঁওয়ের বাতাসে যেন নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। কাশ্মীর আবার ফিরছে তার চিরচেনা ছন্দে—ভরপুর ভালোবাসা আর অতিথিপরায়ণতার আবহে।
