বিলেতের মাটিতে স্থগিত ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’, পহেলগাঁও হামলার পর বড় সিদ্ধান্ত সলমনের
কাশ্মীর আর ভূস্বর্গ নেই, নরকে পরিণত হয়েছে।” ঠিক এই ভাষাতেই পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সমালোচনা করেছিলেন সলমন। আর এবার ওই হামলার নৃশংসতার যন্ত্রণায় বড় সিদ্ধান্ত নিলেন ভাইজান। বিলেতের মাটিতে আপাতত স্থগিত ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’। ইনস্টাগ্রামে নিজে সেই সিদ্ধান্তের কথা জানান।
