কোন মুখে রাজ্যের স্বীকৃতি চাইব?’ পহেলগাঁও হামলায় ক্ষমা চাইলেন কাশ্মীরের ‘গৃহকর্তা’ ওমর
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা পর্যটকদের সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে দুঃখ প্রকাশ করলেন। পহেলগাঁও হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার কাশ্মীর বিধানসভায় একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ওমর আবদুল্লা জানান, হামলার ঘটনা তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে এবং এই ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে দুঃখিত।
তিনি বলেন, “যে কোনও পর্যটক, যিনি শান্তি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। পহেলগাঁও হামলার ফলে যে আতঙ্ক ও আঘাত সৃষ্টি হয়েছে, তা অনভিপ্রেত। আমি এই ঘটনার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
তবে ওমর স্পষ্ট করে দেন, তিনি এই দুর্ভাগ্যজনক ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান না। তিনি বলেন, “কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার জন্য লড়াই আমরা সাংবিধানিক এবং গণতান্ত্রিক উপায়ে চালিয়ে যাব। কোনও দুঃখজনক ঘটনার সুযোগ নিয়ে আমরা আমাদের দাবিকে চাপিয়ে দিতে চাই না।”
ওমর আরও জানান, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং হামলার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। তিনি সকল পর্যটকদের আশ্বস্ত করেন যে, জম্মু-কাশ্মীর সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সদনজুড়ে ওমরের এই বক্তব্য প্রশংসা পায় এবং বিরোধী দলগুলিও তার দুঃখপ্রকাশের আন্তরিকতাকে স্বাগত জানায়।
